ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাবি ছাত্রলীগের দোয়া মাহফিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।   

দোয়া মাহফিলে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আজকের এই দোয়া মাহফিল। আগামী দিনেও তিনি এভাবে যেন দেশের জন্য কাজ করতে পারেন আমরা সেই প্রার্থনা করেছি। 

এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাত ধরে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে। দোয়া অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি